FREQUENTLY ASKED QUESTIONS
মেনস্ট্রুয়াল কাপ রাবার বা মেডিক্যাল গ্রেড সিলিকনের তৈরী ফানেল আকৃতির পুনরায় ব্যবহার যোগ্য একধরনের মেয়েলি স্বাস্থ্যকর পণ্য, যেটা কিনা স্যানিটারি ন্যাপকিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। এটি আকৃতিতে ছোট এবং নমনীয়। তাই মাসিক চলাকালীন সময়ে যে রক্ত বের হয় তা সংগ্রহের জন্য সহজেই এটা যোনীপথে প্রবেশ করানো যায়।
কাপগুলো অন্যান্য পদ্ধতির তুলনায় বেশি রক্ত ধারন করতে পারে এবং স্যানিটারি ন্যাপকিনের মত বারবার পালটানোর ঝামেলা নেই। যার কারনে অনেক মহিলারাই এটাকে ট্যাম্পনের পরিবেশবান্ধব পদ্ধতি হিসেবে ব্যবহার করছে। ব্যক্তি ও রক্তের প্রবাহ ভেদে এটি একটানা সর্বোচ্চ ১২ ঘন্টা ব্যবহার করা যায়।
এছাড়া মেনস্ট্রুয়াল কাপের ব্যবহার, সুবিধা-অসুবিধা ইত্যাদি বিষয়ে আরও জানতে লেখাটি শেষ পর্যন্ত পড়ুন।
বিভিন্ন গবেষণার ফলাফল ও ব্যবহারকারীদের মতামত অনুযায়ী মেনস্ট্রুয়াল কাপ স্যানিটারি ন্যাপকিন থেকে বেশি পরিবেশবান্ধব। মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করলে কোন ধরনের চুলকানি বা অন্য কোন সমস্যা হয় বা যেটা কিনা সাধারণ প্যাডে থাকে। একটানা ১০-১২ ঘন্টা ব্যবহার করা যায় এবং বার বার পাল্টানোর ঝামেলা নেই। সাইকেল চালানো থেকে শুরু করে সাঁতাড় কাটা সব ক্ষেত্রেই এটি ব্যবহার যোগ্য। তাই এখনকার বেশিরভাগ নারীদেরই প্রথম পছন্দ মেনস্ট্রুয়াল কাপ।
মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের আগে অবশ্যই একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। যদিও আপনি অনলাইন বা বিভিন্ন স্টোরগুলোতে যে কোন ব্র্যান্ডের কাপই পাবেন। প্রথমেই আপনাকে কাপের সাইজ নির্ধারণ করতে হবে, বাজারে ছোট বড় সব সাইজের কাপই পাওয়া যায়।
আপনার জন্য সঠিক মাপের মেনস্ট্রুয়াল কাপ বাছাই করার জন্য আপনার এবং আপনার ডাক্তারের কিছু বিষয়ের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেমনঃ
- বয়স
- জরায়ুর দৈর্ঘ্য
- ব্লাডের প্রবাহ
- কাপের ধারণ ক্ষমতা
ছোট কাপগুলো সাধারণত ৩০ বছরের কম বয়সী বা যাদের নরমাল ডেলিভারিতে বাচ্চা হয় নি তাদের দেয়া হয়। অপরদিকে যাদের বয়স ৩০ বছরের বেশি বা যাদের নরমাল ডেলিভারিতে বাচ্চা হয়েছে তাদের ক্ষেত্রে বড় কাপগুলোর জন্য বলা হয়।
প্রথম বার ব্যবহারের সময় বেশিরভাগ মহিলারাই নানা সমস্যার সম্মুখীন হন। স্পর্শকাতর স্থান হওয়ায় প্রথম দিকে মানিয়ে নিতে কিছুটা কষ্ট হলেও, কিছুদিনের ভেতরেই আপনি এর সাথে পুরোপুরি অভ্যস্ত হয়ে পরবেন। কাপ ব্যবহারের পূর্বে অবশ্য পিচ্ছিল পদার্থ ব্যবহার করবেন যেমনঃ ভেসলিন। এতে করে সহজেই কাপটি ভিতরে প্রবেশ করাতে পারবেন।
- সাশ্রয়ী মূল্য
- প্যাড ও ট্যাম্পন থেকে বেশি তরল ধারন করতে পারে।
- ট্যাম্পন হতে বেশি নিরাপদ।
- পরিবেশবান্ধব।
- অনেকদিন ব্যবহার করা যায়।
- IUD দিয়ে ব্যবহার করা যায়।
- কিছু কিছু ব্র্যান্ডের কাপ সেক্সের সময় কোন বাধা সৃষ্টি করে না।